সাম্প্রতিক নোটিশ

আল কুরআন এর মর্যাদা

ফেব্রুয়ারি ১২, ২০২৫ কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ

আল কুরআন এর সম্মান

পৃথিবীতে একমাত্র সন্দেহমুক্ত আসমানী কিতাব পবিত্র ‘আল কুরআন’। পবিত্র এই কুরআন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর ওপর নাযিল করা হয়েছে রমাদান মাসে। কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে, ‘রমাদান মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে যা মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে।’ (সূরা বাকারা, আয়াত: ১৮৫)

কুরআনুল কারীম বোঝার জন্য বুদ্ধিমত্ত্বার চাইতে ‘কালব’ এর পরিশুদ্ধতার প্রয়োজন অনেক বেশি। কেননা, কুরআন নাযিল করা হয়েছে কলব এর উপর। কুরআনুল কারীমে বলা হয়েছে, ‘নিশ্চয়ই এ কুরআন সৃষ্টিকূলের রবেরই নাযিলকৃত। বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এটা নিয়ে অবতরণ করেছেন তোমার নূরানি কলবে (হৃদয়ে) যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও।’ (সূরা আশশুয়ারা, আয়াত : ১৯২)

আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলার পক্ষ থেকে মুহাম্মাদ (সা.) এর ওপর অবতীর্ণ এ কিতাব কুরআনুল কারীম। যা তাঁর উপর দীর্ঘ ২৩ বছরে নাযিল হয়েছে। এ কিতাবটির নাম, নাযিলের ভাষা, বিষয়বস্তু সব কিছুই অভিনব ও মুযিজাপূর্ণ। কুরআন শব্দটি কারউন শব্দ থেকে নিষ্পন্ন হয়েছে। এর ধাতুগত অর্থ দু’টি।

১. জমা করা। এর তাৎপর্য হলো এ কিতাবের মধ্যে অতীতের সমস্ত আসমানী কিতাবের মূল শিক্ষা একত্রিত হয়েছে। এর মধ্যেই পৃথিবীর প্রলয় দিন অবধি মানব জাতির প্রয়োজনীয় শিক্ষা এবং হিদায়াত সন্নিবেশিত হয়েছে। (আল মুফরাদাতু ফি গারিবিল কুরআন, ৪১১ পৃষ্ঠা।)

২. বারবার পাঠ করা বা পঠিত গ্রন্থ। এ পবিত্র কিতাবটি কোটি কোটি মানুষ প্রতিনিয়ত অধ্যয়ন করছে। পাঠ করছে। এত অধিক পঠিত কিতাব দুনিয়াতে আর একটিও নেই। (আল ইতকান ফি উলুমিল কুরআন, ১ম খন্ড, ৫১ পৃষ্ঠা।)

পবিত্র কুরআন হল মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি। হজরত উসমান ইবনে আফফান (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মাঝে ঐ ব্যক্তি সর্বোত্তম, যে কুরআন শেখে ও অপরকে শিক্ষা দেয়।’ (বুখারী, হাদিস নম্বর : ৪৭৩৯, তিরমিযি, হাদিস নম্বর : ২৯০৭।) হজরত জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, সর্বশ্রেষ্ঠ বাণী হল আল্লাহর বাণী। আর সর্বশ্রেষ্ঠ পথ হল মুহাম্মদ (সা.) এর দেখানো নূরানি পথ। (বুখারী, হাদিস নম্বর : ৫৭৪৭, মুসলিম, হাদিস নম্বর : ১৪৩৫।)

কুরআনের প্রতিটি হরফ পাঠ করলে দশটি নেকি লাভ করা যায়। হযরত ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ পাঠ করল, এতে সে দশটি নেকির অধিকারী। তিনি আরো বলেন, আমি বলছি না যে, আলিফ-লাম-মীম একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ।’ (তিরমিযি, হাদিস নম্বর : ২৯১০; মুসতাদরাক আলাস সহিহাইন, হাদিস নম্বর : ২০৮৪।)

পবিত্র কুরআন লওহে মাহফুযে লিপিবদ্ধ। কুরআনুল কারীমে বলা হয়েছে, ‘বরং এটা মহান কুরআন, লওহে মাহফুযে লিপিবদ্ধ।’ (সূরা বুরূজ, আয়াত : ২১-২২।) অপবিত্র অবস্থায় কুরআন স্পর্শ করা নিষেধ। কুরআনুল কারীমে বলা হয়েছে, ‘নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন, যা আছে এক গোপন কিতাবে, যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না, এটা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে অবতীর্ণ।’ (সূরা ওয়াকিয়া : ৭৭-৮০।)

আল কুরআনের আরেকটি মর্যাদা হল, এটি একটি চ্যালেঞ্জময় গ্রন্থ। কুরআন নিয়ে মহানআল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে বলেন, ‘বলুন, যদি মানব ও জ্বিন এই কুরআনের অনুরূপ রচনার জন্যে জড়ো হয় এবং তারা পরস্পরের সাহায্যকারী ও হয়; তবুও তারা কখনও এর অনুরূপ রচনা করে আনতে পারবে না।’ (সূরা বনী ইসরাঈল, আয়াত : ৮৮।)

কুরআনের হিফাযতকারী স্বয়ং আল্লাহ। কুরআনুল কারীমে বলা হয়েছে, ‘এই যিকর (কুরআন) আমিই নাযিল করেছি, আর আমি নিজেই এর হিফাযতকারী।’ (সূরা হিজর, আয়াত : ০৯।) কুরআনুল কারীম বিশ্ব মানবতার জন্য এক অফুরন্ত নিয়ামাত। মহান আল্লাহ তা‘আলার বড়ই মেহেরবানী যে, তিনি আমাদের উপর কুরআন অবতীর্ণ করেছেন। কুরআনুল কারীমে বলা হয়েছে, ‘বড়ই মেহেরবান তিনি (আল্লাহ) যিনি মাহবুবকে কুরআন শিক্ষা দিয়েছেন।’ (সূরা আর-রহমান, আয়াত : ১-২।)

এই সুমহান মর্যাদামন্ডিত গ্রন্থের পূর্ণ হক আদায় করে কুরআন নাযিলের এ মাসে আমরা বেশী বেশী কুরআন তিলাওয়াত করে এর অর্থ তাফসীর বুঝে আমরা জীবনযাপন করব এবং আম্বিয়ায়ে কিরাম ও আউলিয়াদের পথ ধরে জান্নাতের পথে এগিয়ে যাব। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কবুল করুন।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট