অধ্যক্ষ মহোদয় এর জীবনকর্ম
মোশাররফ হোসেন ফারাবি।
জন্ম: ২৫ ডিসেম্বর ২০০০ইং। তার পিতা মাওলানা মুহিব্বুল্লাহ ও পিতামহ মাওলানা হারিস। তার পিতামহ ভোলা জেলার একজন বিখ্যাত আলেম ছিলেন।
মোশাররফ হোসেন ফারাবি একজন দেশবিখ্যাত স্বেচ্ছাসেবী, সংগঠক, সমাজকর্মী, শিক্ষক ও আইনজীবী।
তার প্রতিষ্ঠিত সুপরিচিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো "ন্যাশনাল ভলান্টিয়ারস ফোরাম বাংলাদেশ, ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ, ন্যাশনাল থ্যালাসেমিয়া ফাউন্ডেশন বাংলাদেশ, গ্রীন ম্যুভমেন্ট অব বাংলাদেশ, এনবিএফ-বিডি পথকলি স্কুল ও ন্যাশনাল অরফানেজ ট্রাস্ট। এছাড়াও তিনি আত-তাকওয়া ফাউন্ডেশন ও মারকাযুত তাকওয়া বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি কামিল (এম.এ) সম্পন্ন করেছেন মাদরাসা-ই আলিয়া ঢাকা থেকে।
এছাড়াও জাতীয় আইন কলেজ থেকে আইন বিষয়ে ডিগ্রিধারী।
তার লিখিত বইসমুহ-
Farin's English Grammar, A English Book for Madrasah Students.
অধ্যক্ষ মহোদয় এর বাণী
আসসালামু আলাইকুম।
প্রিয় ইসলাম প্রিয় দেশবাসী,
একবিংশ শতাব্দীতে এসে বিশ্বময় ইসলাম ফোবিয়া তৈরি হচ্ছে। কিন্তু এর প্রতিকার হচ্ছে না যথাযথভাবে। আর এর পিছনের অন্যতম কারণ হচ্ছে ইসলামিক মানুষের সঠিক জায়গায় না থাকা যেখান থেকে ইসলামের পক্ষে কথা বললে গ্রহণযোগ্যতাসহ তাঁর কথাগুলো মানুষ শুনবে। কিন্তু এমনটা হয় কদাচিৎ। এর মূল কারণ হচ্ছে, মুসলমানদের দক্ষতা ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় অনাগ্রহ।
মারকাযুত তাকওয়া বাংলাদেশ এমন একটি জাতি গড়তে চায় যেখানে শিক্ষায় থাকবে বৈচিত্র্য। কোন শিক্ষা হবে না নামমাত্র শিক্ষা।
ইসলামি শিক্ষায় পরিপূর্ণতার পাশাপাশি পরিপূর্ণ শিক্ষা পাবে আরবি ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও গ্রামার, বাংলায় পারদর্শিতা, বিতার্কীক ও সুবক্তা হওয়ার পরিপূর্ণ তালিম।
এতকিছু শেখার সিলেবাসটা সময় উপযোগী।
মাত্র ৭বছরে দাওরা হাদিস (মাদানি নেসাব) ও এইচএসসি (আলিম) পাশ করবে একত্রে ইনশাআল্লাহ।
মাত্র ৩বছর নূরানী শিক্ষা সম্পন্ন করার পর আপনার সন্তান ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে ইনশাআল্লাহ ।
এমন বেশকিছু যুগের চেয়ে এডভান্স কারিকুলামে আপনার সন্তানকে শিক্ষা দিয়ে একজন দক্ষ রাহবার হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।